চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৯ জানুয়ারি ২০২৫ , ৪:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নপ্রকল্প(ILDP)এর আওতায়” কুড়িগ্রামের চিলমারীতে মুরগি এবং ছাগল পালন”প্যাকেজের সুফলভোগীদের মাঝে মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলার জোড়গাছ পুরাতন বাজার সংলগ্ন স্বচ্ছ হোটেলের সামনে ৯৩০ টি সোনালী মুরগি এবং ১০ টি ব্লাক বেঙ্গল জাতের ছাগল দেওয়া হয়। ৬২ জন সুফল ভোগীকে ১৫ টি করে মুরগি এবং ৫ জন সুফলভোগীকে ২ টি করে ছাগল দেওয়া হয়।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক,বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুর, ডা.মো:আব্দুল হাই সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,চিলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী,
ভেটেরেনারি সার্জন ডা. শাহীন আলম, উক্ত প্রকল্পের এলইও ডা. শামসুর রহমান সুমনসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এ সময় চিলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আয়, খাদ্য, পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ৯৩০ টি সোনালী জাতের মোরগ-মুরগি এবং ১০টি ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।‘ এতে করে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডিম ও মাংস বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে।’