সারাদেশ

চিলমারীতে বেড়েছে শীতের তীব্রতা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ২:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারীতে দিন দিন বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। এতে নদীতীরবর্তী এলাকা সহ গোটা উপজেলা জুড়ে সাধারণ ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে।

রোববার (৮ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুদিন হতে সন্ধ্যার পর হতে সকাল পর্যন্ত কন কনে ঠান্ডা অনুভব হয়। এরপর বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা তুলনামূলক অনেক কম।

স্থানীয় বাসিন্দা মাজেদুল ইসলাম (৭৪) জানান, শীত বেশি হওয়ায় অর্থাভাবে গরম কাপড় কিনতে না পারায় পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছি। তবে এবার শীত অনেকটাই বেশি কি ভাবে যে দিন পার করবো এই চিন্তায় ঘুম আসে না।

থানাহাট বাজারের কাপড় বিক্রেতা খোকন মিয়া জানান, শীতের কারনে গরম কাপড় বেচা-কেনা বৃদ্ধি পাচ্ছে।

গাবের তল এলাকার ট্রাক্টর শ্রমিক মোকছেদ মিয়া জানান, পেটের দায়ে বাড়িতে থাকতে পারছি না। পুরাতন কাপড় কিনে কোন রকমে শীত নিবারনের চেষ্টা করছি।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। যা আগামী কয়েকদিনে আরও কমার সম্ভাবনা আছে।