শিক্ষা

চিলমারীতে মউশিক শিক্ষক পরিষদের মানববন্ধন

  চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ২৩ মার্চ ২০২৫ , ২:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
রবিবার সকাল ১১ টায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চিলমারী এর আয়োজনে উপজেলা পরিষদ প্রধান সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন শিক্ষকবৃন্দ। এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চিলমারী ডা. হাফেজ ইউসুফ আলী, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজার রহমান মুকুল, মো. আশিকুল ইসলাম, মাওলানা আলী আকবর, মাওলানা আতিকুর রহমান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ। বক্তারা দ্রুত তাদের দাবি না মানলে কঠর আন্দোলনের হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।