এস এম রাফি ১ মে ২০২৩ , ১:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘শ্রমিক-মালিক ঐক্যে গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পনের পর একমিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, শ্রমিক নেতা আবু হাসান, সোহেল, সাহেব আলী, বাদশা, মুকুল প্রমূখ উপস্থিত ছিলেন।