এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, উজ্জ্বল ভবিষ্যত ও অনুপ্রেরণার মাধ্যমে গড়ে তোলার উদ্দ্যেশ্যে কন্যাশিশুদের মধ্যে সচেতনতা সভা ও মেয়েদের কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের বন্দর এলাকায় মেয়েদের উপস্থিতিতে প্লে-কার্ড হাতে নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এরপর চিলমারী উচ্চবিদ্যালয়ে মেয়েদের কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরডিআরএস বাংলাদেশের প্লান ইন্টারন্যাশনার বাংলাদেশের সহযোগীতায় চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’র বাস্তবায়নের এ প্রদর্শনী ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. লুৎফর রহমান, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা, সিএনপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলেটেটর মশিউর রহমান, চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল প্রমূখ।