সারাদেশ

চিলমারীতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মনিয়ার ডারা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব।

গ্রেপ্তার যুবকের নাম ফারুক মিয়া (৪০)। তিনি থানাহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিয়ার ডারা গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৪ টার দিকে তার বাড়িতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন বোতল ফেন্সিডিল সহ ফারুককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

ওসি নাজমুস সাকিব সজীব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বিধি মোতাবেক আসামিকে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।