সারাদেশ

চিলমারীতে শহীদী মার্চ পালন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদী মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার কলেজ মোড় থেকে সাধারণ শিক্ষার্থীরা শহীদী মার্চ পালনে একটি মিছিল বের করে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। পরে কোটা বিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে কর্মসূচি শেষ করেন।