এস এম রাফি ১৭ জুন ২০২৩ , ১:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
পানিতে ডুবে মারা যাওয়া রোধে বন্যাপ্রবণ কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট, রানীগঞ্জ ও রমনা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০জন ছেলেমেয়ে সাঁতার প্রশিক্ষণ নিচ্ছে। শনিবার সকালে চিলমারী সরকারী কলেজ মাঠের পুকুরে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে কিন্ডার নোট হিলফে (কেএনএইচ) জার্মানীর আর্থিক সহযোগীতায় ৫দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ মোঃ খবিরুল ইসলাম মন্ডল, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এর চিলমারীর প্রকল্প কর্মকর্তা মোঃ আবদুল মালেক সরকার, প্রকল্প হিসাব রক্ষক প্রেরিত ম্রং, শিশু সুরক্ষা অফিসার মিতু রায় প্রমুখ। প্রশিক্ষণটিতে সার্বিক সহায়তা করছেন চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।