এস এম রাফি ৭ আগস্ট ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তীব্র তাপদাহের পর রোববার থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এতে কুড়িগ্রামের চিলমারীতে জমিতে জমতে শুরু করেছে পানি। সেই পানি দিয়েই চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গেলে কয়েকদিনে গরমের পর এমন বৃষ্টিতে স্বস্থি ফিরে পেয়েছে প্রান্তিক কৃষকরা। গেলে ২৪ ঘন্টায় চিলমারীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি মাসে চিলমারীতে স্বাভাবিক অপেক্ষা কম (-৫৯.৫%) বৃষ্টিপাত হয়েছে। এবছর জুলাই মাসে চিলমারীতে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগস্ট মাসে চিলমারীতে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩২৭.৬০ মিলিমিটার। আজ ০৭ আগস্ট সকাল ০৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ মৌসুমে উপজেলায় ৮ হাজার ২০০ হেক্টরের বেশি জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১০০ হেক্টর হাইব্রিড, ৫৫ হেক্টর উফসি, স্থানীয় জাতের বীজ ২৫০০ হেক্টর জমিতে আমনের বীজ তলা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে মাঠে কাজ করছেন কৃষকরা। কেউ তৈরি করছেন বীজতলা আবার কেউ রোপন করছেন ধানের চারা। বৃষ্টির পানিতে জমে থাকা পানিতেই দেখা যাচ্ছে চাষাবাদের চিত্র।
উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, দুইদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও আমাদের চিলমারী অঞ্চলে একটু দেরিতেই আমনের আবাদ শুরু হয়।