বিবিধ

চিলমারীর জনপ্রিয় আটা’র ডাল-ভাত এখন বিরিয়ানি হাউজে

  এস এম রাফি ১৯ মে ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারীঃ

কুড়িগ্রামের চিলমারীতে স্বাস্থ্য সম্মত খাবার খেতে গেলেই যেতে হবে চিলমারী বিরিয়ানি হাউজে। বর্তমানে চিলমারীর মানুষের জনপ্রিয় খাবার আটার ডাল (স্থানীয় ভাষায় মেলানি) ও সাদা ভাত এখন পাওয়া যাচ্ছে এই বিরিয়ানি হাউজে। এই খাবার খেতে ভিড় জমাচ্ছেন অনেকেই।

চিলমারী বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো. আল মামুন বলেন, চিলমারীর মানুষ আটার ডাল আর সাদা ভাত খেতে খুব বেশি পছন্দ করেন তাই এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এতে অনেকের সাড়াও পাচ্ছি। দোকানে দুপুরের পর থেকে শুরু মানুষের আনাগোনা।

বর্তমান সময়ে চিলমারীতে কেউ আসলে ভালো কোন খাবার হোটেল খুঁজতে গেলে অবশ্যই চিলমারী বিরিয়ানী হাউজে আসতেই হবে। এটি উপজেলা পরিষদ থেকে থানাহাট বাজারে যাওয়ার পথে রনি মোড়ের একটু সামনে গেলেই চিলমারী বিরিয়ানি হাউজের দেখা মিলবে।
এখানে ফাস্টফুড থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারের জন্য পাওয়া যাচ্ছে বেশ কয়েক প্রকার খাবার।

বিরিয়ানি হাউজে যে খাবার পাওয়া যাবে

কাচ্ছি মার্টান বিরিয়ানি, মোরগ পোলাও, আটার ডাল-সাদা ভাত, কোল্ড ড্রিংস, দই, মিষ্টি, মিনি মিষ্টি, চমচম, কালোজাম, খিরমোহন, রসমন্জুরী, সন্দেশ, সেন্ড্রইস, বার্গার, পিজ্জা।