চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৩:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুল লতিফ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।
অতিরিক্ত ডিআইজি আব্দুল লতিফ বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বী সম্মানিত নাগরিক ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব সজিব প্রমূখ।