সারাদেশ

চিলমারী-রাজিবপুর নৌরুটে ডাকাতির ঘটনায় মামলা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রাজিবপুর নৌরুটে ডাকাতির ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১৮/২০ জনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় কয়েকজন গরুব্যবসায়ীর থেকে ১৩ লক্ষ ৭৬ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান।

বাদী মাইদুল ইসলাম (৩০) বর্তমানে রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দ বাজার ঘাট হতে একটি শ্যালো নৌকা ভাড়া করে চিলমারীর জোড়গাছ হাটে গরু কেনার জন্য রওনা দেন। এমধ্যে ভাড়া করা ব্যবসায়ীদের নৌকাটি চিলমারী উপজেলার কড়াইবরিশাল ঘাটের পশ্চিম-দক্ষিণ দিকে ৫০০ মিটার দুরে ব্রহ্মপুত্র নদীতে পৌছিলে দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় আকস্মিক ভাবে একটি কাঠের নৌকায় অজ্ঞাতনামা ১৮-২০ জন কালো মুখোশ ধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ দিক হতে উত্তর দিকে এসে ব্যবসায়ীদের নৌকাটিকে আটক করে অপরিচিত ১০/১১ জন ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়৷

মামলার এজাহারে আরো বলা হয়েছে, ঘটনার সময় মাইদুলের নিকট ২ দুই লক্ষ টাকা, শুকুর আলীর কাছে থাকা নগদ ২ লক্ষ ৩০হাজার, মাইদুল ইসলামের কাছে থাকা ৭০ হাজার, আবু হাই এর কাছে থাকা নগদ ৬৩ হাজার, রফিকুল ইসলাম এর কাছে থাকা নগদ ৪ লক্ষ টাকা, জিয়াউর রহমানের ৯৫ হাজার, শামীম হোসেন এর কাছে থাকা নগদ ২ লক্ষ ১৮হাজার ও সাইরুদ্দিন এর কাছে থাকা এক লক্ষ টাকাসহ মোট ১৩ লক্ষ ৭৬ হাজার টাকা ডাকাতি করে ছিনিয়ে নিয়েছে।

ওসি মুশাহেদ খান জানান, রোববার রাতে থানায় অজ্ঞাত ১৮-২০ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে। আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।