বিবিধ

চিলমারী-রাজিবপুর নৌ রুটে দিনেদুপুরে ডাকা‌তি

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৯ জানুয়ারি ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়া‌রি) দুপু‌রে চিলমারী উপজেলার চিলমারী ইউ‌নিয়‌নের কড়াইব‌রিশাল এলাকার প‌শ্চি‌মে ব্রহ্মপুত্র ন‌দে এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে নৌ পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছায়। নৌকা‌টি‌ তে ৪০ থে‌কে ৫০ জন যাত্রী ছি‌লেন। নৌকা‌টি চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পশ্চিম দি‌কে পৌঁছার পরপরই সশস্ত্র ডাকাত‌ দের হামলার শিকার হয়। ১১ জ‌নের ডাকাতদল ডি‌ঙ্গি নৌকায় ক‌রে গি‌য়ে আ‌গ্নেয়াস্ত্র ও দে‌শিয় অ‌স্ত্রে মু‌খে নৌকা থা‌মি‌য়ে যাত্রী‌দের জি‌ম্মি ক‌রে। তা‌দের সা‌থে থাকা টাকা ও মোবাইলসহ অন্যান্য
পণ্য নি‌য়ে চ‌লে যায়। যাওয়ার সময় তারা যাত্রী নৌকার শ্যালো ই‌ঞ্জি‌নের হ্যান্ডেল নি‌য়ে যায়।

নৌকার ভুক্তভোগী যাত্রীগণ জানিয়েছেন, আমরা রাজিবপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কড়াইবরিশাল এলাকার পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে যখন আমাদের নৌকা অবস্থান করছিল। ঠিক ওই সময় কড়াইবরিশাল চরের তীর থেকে একটি ছোট নৌকা আমাদের দিকে আসতে শুরু করে। পরে কাছে এসেই দেশিও অস্ত্র, শর্টগানসহ ডাকাত দলের ১১ জনের একটি দল আমাদের নৌকায় অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের সাথে থাকা মোবাইল ফোন, টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমরা নৌকাসহ চরেই আটকা পড়ি। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে আমা‌দের নৌকা চালুর ব্যবস্হা ক‌রে।’

চিলমারী নৌ পু‌লি‌শ ফারির দায়িত্বরত এ এস আই সে‌লিম সরকার ব‌লেন, ‘আমরা ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে খোঁজ খবর নি‌য়েছি। ১০/১১ জ‌নের মু‌খোশ পড়া এক‌টি দল নৌকার যাত্রী‌দের মোবাইল ও টাকা কে‌ড়ে নি‌য়ে গে‌ছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত কর‌ছি।’

উল্লেখ্য গত বছর ২১ ডি‌সেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’বিঘার চরের কাছে নৌ ডাকা‌তির ঘটনা ঘ‌টে। ১৬-১৭ জনের ডাকাত দল ‘পিস্তল’ ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে যাত্রী‌দের সর্বস্ব কে‌ড়ে নি‌য়ে চ‌লে যায়।