চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৯:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ১৬ দিন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি জানান, ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ডেজিংয়ের কারনে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারো ফেরি চলাচল শুরু করা হবে।
বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করতেছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ৬ কিলোমিটার রুটই সমস্যা রয়েছে৷ সাহেবের আলগা থেকে যে চ্যানেল টা আসছে। পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরি রুট টা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি । দুই দিন পরেই আবার সেটা ঢল আইসা পূরণ হয়ে গেছে। তবে আশা করা যায় দুইতিন দিনের মধ্যে রুট ক্লিয়ার হতে পারে।