বিবিধ

ছয় বছর আত্মগোপনে থাকা পলাতক আসামি গ্রেফতার

  এস এম রাফি ৬ জানুয়ারি ২০২৩ , ৭:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বদরগঞ্জ প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের হাতে ৫ মামলার ৬ বছর আত্মগোপনে থাকা মুশফিকুর রহমান নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী লিলিমোড় এলাকা হতে গ্রেফতার করে বদরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় নারী ও শিশু, সরকারি কাজে বাধাদান, মারামারি সহ বিভিন্ন মামলা রয়েছে। মুশফিকুর রহমান বিষ্ণুপুর ইউনিয়নের মোতালেব হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মোশফেকুর রহমান বদরগঞ্জ থানায় নারী ও শিশু, সরকারি কাজে বাধাদান, মারামারি সহ বিভিন্ন মামলায় ৫ ওরেন্ট আসামি সে ৬ বছরের আত্মগোপনে ছিলেন। গতকাল বুধবার রাতে গ্রেফতারি পরোয়ানামূলে বদরগঞ্জ থানা এসআই মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজশাহী লিলিমোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন, বৃহস্পতিবার পলাতক আসামি বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।