এস এম রাফি ৮ মার্চ ২০২৩ , ৬:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার প্রশিক্ষন সম্পাদক, খুরমা দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ রিমন আহমদ তানিমের পিতা মোঃ নেওয়ার মিয়া (৫৫) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১ঃ০০ টায় ভূইগাঁও আলিয়া মাদ্রাসার মাঠে জনাযার নামায অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, ভূইগাঁও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আউয়াল, বৈরাগী বাজার হাফিজিয়া মাদ্রাসার সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার হোসেন, সৎপুর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ দিলওয়ার হোসাইন, হুসাইনিয়া ছাত্র সংসদ সৎপুরের সাবেক ভি.পি মাওলানা আলমগীর হুসাইন, সাবেক অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি হাফিজ মামুনুর রশিদ মামুন, ভূইগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলি হোসাইন, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ আলহাজ্ব জয়নাল আবেদীন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওমীলিগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, সাবেক মেম্বার মুহিবুর রহমান, মাওলানা ছালিক আহমদ, হাফিজ আবু আহমদ,
ওলী হুসাইন সহ প্রমুখ।
বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহ এলাকার মুছুল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন।
জানাযার নামায ও দু’আ পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা শফিকুর রহমান।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।