রাজনীতি

জনগনের কাছে এখন পরীক্ষা তারা কেমন রাজনীতি চান: সেলিম উদ্দিন

  মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : ৩ জানুয়ারি ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জনগনের কাছে এখন পরীক্ষা তারা কি পুরানো রাজনীতি ফেরত চান, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যান বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, আমাদেরকে দেশ পরিচালনার সূযোগ দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে। আপনারা দেশের স্টিয়ারিং টা আপনারা ভালো মানুষের হাতে দেন। আমরা ৫৩ বছর ধরে ব্যার্থ কেন হয়েছি, তা খুজে বের করতে হবে। এর মূল কারন আমাদের দেশের দূর্নীতিবাজ নেতাদের কারনে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম এলাকার গোলারটেক ইদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমাদের হাতে সবাই মূল্যায়িত হবে করে বলেন, আমরা ক্ষমতায় গেলেও শুধু আমাদের লোকরা না যোগ্য লোক সবাই তাদের যোগ্যতা অনুযায়ী অবস্থান পাবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের একদিকে ভালো লাগছে আমরা খোলামনে কথা বলতে পারছি। তবে আমাদের মাঝে উদ্বেগ আছে। স্বৈরাচারের কথিথ অনুসারীরা তারা এখনো প্রশাসনসহ বিভিন্ন জায়গায় বসে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে।

ছাত্ররা এই দেশেকে নতুন করে স্বাধীনতার স্বাধ এনে দিয়েছে। আওয়ামীলীগের দূর্নীতির রাজনীতি ২৪ এর ৩৬ শে জুলাই এদেশের ছাত্রজনতা এ দেশকে আবারো স্বাধীনতা এনে দিয়েছে। তাদেরকে ছোট করে দেখার সূযোগ নেই। এখন কেউ কেউ বলে, তারা আর কি করছে, সবতো আমরা করেছি। রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও সফল হতে পারিনি।

তিনি আরো বলেন, আমাদের থেকে আমাদের ছোট ভাইরা বড় হোক। এতে সমস্যা কি। কিছু দল ছাত্রদের কটাক্ষ করছে, আওয়ামিলীগ মার্কা রাজনীতি শুরু করেছে। একটুতেই যারা মাথা খারাপ করে ফেলে, ট্যাগিং দেয়, বাপ দাদারা এটা ওটা করেছে এসব নিয়ে বক্তব্য আওড়াচ্ছে। এই সংকীর্ণমণা রাজনীতি এখন আর চলেনা। আওয়ামিলীগকে ইতিমধ্যে দেশের মানুষ বর্জন করেছে। একই কাজ না করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন।

সেলিম উদ্দিন বলেন, আমরা যুব সমাজকে উন্নত করার চেষ্টা করছি। করীগরি প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, ব্যাংক, স্কুল খুলে দেশের যুব সমাজকে কর্মদক্ষ করছি। আর কিছু দল রাজনীতি করে বড় ভাইয়ের। তারা যুবকদের হাতে অস্ত্র, মদ উঠিয়ে দায়। নারী লেলিয়ে দেয় তাদের উপর।

আমরা কারো জন্য আতংক না উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করে আমরা ক্ষমতায় গেলে চাদাবাজ, সন্ত্রাসীরা মনে করে তাদের জাহান্নামে পাঠাই দিবো। আমরা তা করবোনা তাদেরকে আমরা দেশের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলবো।