রাজনীতি

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার কাল

  মারুফ সরকার ২০ ডিসেম্বর ২০২৩ , ৪:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী ইশতেহার’ ঘোষণা করবেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।’

এবারের নির্বাচনে ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির প্রার্থীরা। তবে কিছু জ্যেষ্ঠ নেতাদের আসনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা হয়েছে জাতীয় পার্টির। ওইসব আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।