আন্তর্জাতিক

জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৭

  এস এম রাফি ২৫ জানুয়ারি ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাপানের নাগাসাকি উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে চারজন ক্রুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। ক্রুদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনতিয়ান’ নামের জাহাজটির ৪ জন ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয় নিকটবর্তী জাহাজগুলো। এখনো আরও ১৭ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকৃত ৪ জনই চীনের নাগরিক।

জাপানের বার্তাসংস্থা কয়োদো জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে জিনতিয়ান জাহাজ থেকে বার্তা পাঠানো হয়। এর চার ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়। ক্রুরা বার্তায় জানায়, ‘তাদের জাহাজ কাত হয়ে গেছে এবং ভেতরে পানি ঢুকে যাচ্ছে।’

জাপানি কোস্টগার্ড জানিয়েছে হংকংয়ের পতাকাবাহী এ জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। এরমধ্যে ১৪ জন চীনের নাগরিক। বাকি ৮ জন মিয়ানমারের।

জানা গেছে, জাহাজটিতে কাঠ ছিল। ঠিক কী কারণে এটি ডুবে গেল সেটি এখনও জানা যায়নি।