রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৭ মে ২০২৫ , ১১:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী সীমান্ত এলাকার জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক আহমেদ (৩১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ১৬ মে রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুর চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শফিক ভুন্দুর চর গ্রামের ফজলে রহিমের ছেলে বলে জানা।
স্থানীয় সূত্রে ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য সুত্রে জানা গেছে, শফিক আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৬-৪ এস এর নিকট দিয়ে ভারতের নো-ম্যানস ল্যান্ড এলাকায় প্রবেশ করে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রঘাতে আক্রান্ত হন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিজিবি ও রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত দেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বজ্রপাতে শফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৪ তারিখ দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ি সীমান্তে টহলরত অবস্থায় রিয়াদ আহমেদ নামে এক বিজিবি সদস্য বজ্রপাতের শিকার হয়ে মারা যান। সেই ঘটনায় আরও চার বিজিবি সদস্য ও একজন আনসার আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় বজ্রপাতজনিত দুর্ঘটনার এসব ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।