সারাদেশ

জোরপূর্বক ফসলী জমির মাটি বিক্রি, বাঁধা দেয়ায় হুমকি

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড়পূর্বক ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেয়ার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন যাবৎ উপজেলার বাঘড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঘড়া মৌজার ফসলী জমির মাটি জোড় পূর্বক কেটে বিক্রির অভিযোগ উঠে ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে কামাল খানের বিরুদ্ধে।

এই ব্যাপারে জমির মালিক ফরেশ মোড়ল মালিক বাদী হয়ে কামাল খানসহ তার ছেলে নাঈমগংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঘড়া মৌজার ৮৪ শতাংশ ফসলী জমির ক্রয় সুত্রে মালিক ভুক্তভোগীর দুই ছেলে সোহেল মোড়ল ও আঃ আলিম মোড়ল।

গত কয়েকদিন যাবৎ ঐ এলাকার কামাল খান সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে ভুক্তভোগীর ফসলী জমির মাটি ভেকু দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। সংবাদ পেয়ে ভুক্তভোগী তার জমিতে গিয়ে মাটি কেটে নেয়া দেখে গত শুক্রবার বিকেলে কামাল খানের বাড়িতে গিয়ে মাটি থাকতে নিষেধ করেন। এতে কামালের ছেলে নাঈম ভুক্তভোগীর জমির মাটি জোড় পূর্বক কেটে বিক্রি করবে কেউ বাধা দিতে আসলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এব্যাপারে অভিযুক্ত কামাল খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার জমির মাটি কেটে আমার বাড়িতে এনে ফেলতেছি। অন্যে কারো জমির মাটি কাটছি না।

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আবিদ হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তে যাই, গিয়ে দেখি, যে অংশ নিয়ে অভিযোগ করেছে সেই অংশের মাটি কাটা শেষ তারপর পরে উভয় পক্ষকে জমি মাপঝোগ করে সীমানা নির্ধারন করতে বলে এসেছি।