ঝনাদহ প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৫ , ৩:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো.আজিজুস শহীদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক লক্ষী বিশ্বাস (২৮), হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উলাসী গ্রামের বিপ্লব বিশ্বাসের স্ত্রী। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (০৮ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে বিজিবি বাংলাদেশ অভ্যন্তরে সীমান্ত পিলার ৬০/৩৩ থেকে ৩০০ গজের মধ্যে উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মো. মহসীনের বাড়িতে অবস্থান করছে। এসময় আগে থেকে ওতপেথে থাকায় তারা লক্ষী বিশ্বাসকে মহসীনের বাড়ির পাশের কলাবাগান থেকে আটক করতে সক্ষমহয়।
পরবর্তীতে বৃহস্পতিবার ০৯ জানুয়ারি বিকাল ৫টা ২০মিনিটের সময় সময় বিজিবি ৫৮ বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত লক্ষীকে বিএসএফ এর নিকট হস্তান্তর করে।