সারাদেশ

ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

  ঝিনাইদহ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৬:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগীতা । আজ সকাল ৮টায় স্পার্ক জীমের আয়োজেন এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৪০ জন প্রতিযোগী ।

জানাযায়, শহরের এইচ এস এস সড়ক থেকে শুরু হয়ে বাসা টার্মিনাল ঘুরে ৩ কিলোমিটার প্রাতিযোগীতা পুনরায় শেষ হয় একই স্থানে এসে । সব বয়সের প্রতিযোগীরা অংশ গ্রহন করে এ প্রতিযোগীতায় ।

প্রতিযোগী ১২ বছর বয়সের আহমেদ নুহায়েদ আনসারী জানান, খুবই ভালো লাগছে । এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ।

এ প্রতিযোগীতায় ১ম, ২য় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে রায়হান ইসলাম, ইসলাম হোসেন, তমাল রহমান ।

প্রথম স্থান অধিকারী রায়হান ইসলাম জানান, এমন প্রতিযোগীতা জেলা শহরে খুব একটা হতে দেখিনা । এমন আয়োজন সত্যিই দারুন । সু-স্বাস্থের জন্য এমন প্রতিযোগীতা বার বার হওয়া দরকার ।

আয়োজক ও স্পার্ক জীমের স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম মিন্টু জানান, আসলে সু-স্বাস্থের কোন বিকল্প নেই । সুন্দর স্বাস্থ্য সুন্দর মনের অধিকারী হয় । শরীরকে ভালো রাখতে দিনে অন্তত আধা ঘন্টা নিজেকে নিয়ে ভাবতেই হবে । তাই এধরনের আয়োজন । সেখানে স্বতস্ফুর্ত ভাবে সবাই অংশগ্রহণ করেছে এটিই বড় কথা । ভবিষ্যতে আরো জাকজমকপূর্ণভাবে এমন আয়োজন হবে বলে তিনি জানান ।