সারাদেশ

ঝিনাইদহে ১৩০ জন পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান

  ইমন আলী, ঝিনাইদহ ৩ জানুয়ারি ২০২৪ , ৬:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ লাখ, ১ হাজার ১৮৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৫১৯ জন, মহিলা ভোটার রয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬৫৮জন। গত একাদশ বির্নাচনে ভোটার সংখ্যা ছিল ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন। যা গত একাদশ নির্বাচনের তুলনাই দ্বাদশ নির্বাচনে ১ লাখ ৫৮ হাজার ৮৫৯টি নতুন ভোটর বৃদ্ধি পেয়েছ। এছাড়া জেলায় মোট ১২ জন তৃতীয় লীঙ্গের (হিজরা) ভোট রয়েছে।

আরো জানা যায়, ঝিনাইদহ-১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭টি, মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯টি। ওই আসনে নতুন ভোটর বেড়েছে ২৯ হাজার ৯৯৮টি।

ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৩০০টি, যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৩জন, মহিলা ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৬২জন। ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার মিলে এই আসনে নতুন ভোটর বেড়েছে ৫২ হাজার ৮৪৫টি।

ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ২২৪ টি। ওই আসনে পুরষ ভোটার রয়েছে ২ লাখ ৩ হাজার ৯৪৪ জন, মহলিা ভোটর রয়েছ ১ লাখ ৯৯ হাজার ২৭৭জন। মহশেপুর-কোটচাঁদপুর দুই উপজেলা মিলে আসনটিতে নতুন ভোটর বড়েছে ৪২ হাজার ৩০৪ জন।

ঝিনাইদহ-৪ আসনর মোট ভোর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩২৯জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন, মহিলা ভোটর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৬০ জন। কালীগঞ্চ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার চার টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে নতুন ভোটার বেড়েছে ৩৩ হাজার ৭০৮জন।

জানা যায়, জেলার ভোটার গন ৫৮৫টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪২১ টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন। এছাড়াও জরুরী ভিত্তিতে ৩৯টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।

জেলার ৪ টি আসনের ২৬ জন প্রার্থীর ১৩০ জন এজেন্টকে নির্বাচনে ভোটগ্রহণে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। প্রশিক্ষণ শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পোলিং এজেন্টদের শপথ করান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।