রাজনীতি

ঝুলে আছে চিলমারী উপজেলা বিএনপি’র কমিটি প্রত্যাশিত পদ পেতে চলছে তদবির

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৯ মে ২০২৫ , ৮:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কর্মী সমাবেশের দুই মাস পার হয়েছে। প্রায় প্রতিদিনই গুঞ্জন শোনা যাচ্ছে আজ কমিটি দেবে। কিন্তু, কমিটি আলোর মুখ দেখেনি। এভাবেই কেটে যাচ্ছে মাসের পর মাস। উপজেলা আহবায়ক কমিটি ঝুলে থাকায় প্রহর গুনছে নেতাকর্মীরা।

এদিকে, প্রত্যাশীত পদ পেতে তদবির করছেন সম্ভাব্যপ্রার্থীরা। যাচ্ছেন জেলার শীর্ষনেতাদের কাছে। সরব হয়ে উঠেছে উপজেলার সকল নেতাকর্মীরা। কমিটি ঘিরে চিলমারী উপজেলার বিভিন্ন মোড় ও চায়ের দোকানগুলোতেও গভীর রাত পর্যন্ত চলছে নেতাকর্মীদের চায়ের আড্ডা, সেই আড্ডায় যোগ দিচ্ছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। দীর্ঘদিন পেড়িয়ে গেলেও আহবায়ক কমিটির ঘোষণা না আসায় নানা আলোচনা সমালোচনায় চলছে।

জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিএনপি’র কমিটি চলতি বছরের জানুয়ারী মাসে বিলুপ্তি করার পর থেকেই কমিটি বিহীন হয়ে পড়ে উপজেলা বিএনপি। গত ১০ মার্চ/২৫ জেলা কমিটির উদ্যোগে চিলমারী মহিলা কলেজ মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেদাভেদ ভুলে সমাবেশে প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী যোগদেন এবং ত্যাগীদের দায়িত্ব দেয়ার দাবিসহ আওয়ামী লীগের সময় সুবিধা নেওয়াদের সুবিধা না দেয়ার দাবি জানান। সেই সাথে  দায়িত্বশীল আহবায়ক কমিটি দেওয়ারও দাবি তোলেন। কিন্তু কর্মী সমাবেশের ২ মাস পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত আহবায়ক কমিটি না দেওয়ায় হতাশা বাড়ছে নেতাকর্মীদের মাঝে। দিন গড়িয়ে সন্ধায় নামলেই সবার দৃষ্টি যেন ঘোষনা দিকে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহবায়ক পদে লড়াইয়ে আছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি সহ-অধ্যাপক আবু হানিফা, সহ-অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, অনেকদিন হলে গেল উপজেলায় বিএনপি’র কমিটি শুন্য রয়েছে। আমরা আশা করছি একটি সুন্দর কমিটি  উপহার দিবেন দায়িত্বশীল কমিটি। জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, যেহেতু বর্তমান চিলমারী বিএনপি’র কমিটি শুণ্য রয়েছে, তাই দ্রুত একটি আহবায়ক কমিটি দেয়া হবে।  চিলমারীতে বিএনপি’র কমিটিতে এক সময় গ্রুপিং থাকলেও বর্তমানে কোন গ্রুপিং নেই জানিয়ে, জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান জানান, দ্রুতই একটি দায়িত্বশীল কমিটির অনুমোদন দেয়া হবে।