জাতীয়

টেলিযোগাযোগ বিভাগ ও আইএমইডিতে পেল নতুন সচিব

  Editor ২৩ ডিসেম্বর ২০২২ , ১২:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনের তথ্যমতে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।