সারাদেশ

ট্রেনের ধাক্কায় অটো চালক নিহত : ৩ সদস্যের কমিটি গঠন

  এস এম রাফি ১৯ আগস্ট ২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলার তকিপল হাটের কাছে শুক্রবার সন্ধ্যায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিক্ষুব্ধ লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেন টি প্রায় আধা ঘণ্টা আটক করে রাখে। দূর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে শুক্রবার পৌনে সাতটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের কাছে অরক্ষিত রেলগেট দিয়ে  অসাবধানতাবশত  অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারী গামী এল আর ৪৬২ নং লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশা টি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রেনের নীচে পড়ে অটোরিকশা চালক মাহবুবুর রহমান (৪৭) এর বাম পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে অটোরিকশা চালক মাহবুবুর রহমান মারা যায়। নিহতের ভগ্নিপতি বাদশা মিয়া মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের বেটুবাড়ী এলাকার মৃত্যু আব্দুল করিমের পুত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রেল লাইনে রসি টানিয়ে লাল পতাকা দেখিয়ে রংপুর থেকে ঢাকা গামী রংপুর এক্সপ্রেস ট্রেন টি আধা ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সার্বক্ষনিক গেটমেন রাখা দাবী জানিয়ে বিক্ষোভ করে। একারণে ঢাকা গামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া জংশন স্টেশন থেকে ৩৫ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
কাউনিয়া স্টেশন মাষ্টার হোসনে মোবারক বলেন তকিপল হাটের কাছে রেল গেটে একজন গেটমেন সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব পালন করে চলে যায়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে রেললাইন পারাপার হয়ে থাকে। তিনি বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখন থেকে ২৪ ঘন্টা সেখানে গেটমেন রাখার ব্যবস্থা করা হবে । কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নিয়ে রেল গেট এলাকা ত্যাগ করে। লালমনির হাট ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-মামুন বলেন রেল দূর্ঘটনার কারণ অনুসন্ধানে সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম কে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের কে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত রির্পোট জমা দিতে হবে।