সারাদেশ

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা

  এস এম রাফি ১২ নভেম্বর ২০২৩ , ৬:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছে, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

শনিবার(১১ই নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর মাদ্রাসা মাঠে সভার আয়োজন করেন পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নের বয়স্ক, বিধবা, মাতৃভাতাসহ সরকারী সুবিধা পাওয়া, উপকারভোগীরা মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট’র সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহীদ আহম্মেদ শান্তু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার, হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান আকাশ,বীর মুক্তিযোদ্ধাগন ও ইউনিয়ন শাখার আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।