সারাদেশ

ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল চলাচল শুরু

  এস এম রাফি ১৯ আগস্ট ২০২৩ , ১০:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে রেল ট্রাকে ‘টেস্ট রান’ সম্পন্ন হয়েছে।
 শনিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে একটি গ্যাংকার ঢাকার গেন্ডারিয়া রেল স্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
দীর্ঘ ৪০ কিলোমিটার পথপাড়ি দিয়ে বেলা ১১ টার দিকে গ্যাংকারটি মাওয়ায় এসে পৌঁছায়।
ঢাকা থেকে মাওয়া অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
চলতি পথে গ্যাংকারে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটিবিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।
এমন তথ্য জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, “ঢাকা থেকে রওনা হওয়ার পর আমরা কেরানিগঞ্জ স্টেশনে একটু থেমেছিলাম। সেখানে যে কাজ চলমান আছে সেগুলো ডিজি পরিদর্শন করেন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর উপরের সেতুসহ আমরা চারটি প্রধান সেতুর উপর দিয়ে মাওয়ায় এসে পৌঁছি।
পরে মাওয়া থেকে বেলা ১২ টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।
তিনি আরও বলেন, বেঁধে দেওয়া সময়েই এই রুটে ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে, কবে নাগাদ উদ্বোধন করা হবে সে তারিখটি আমরা জানিনা। সেটা এখন সুনির্দিষ্ট করা হয়নি।
এসময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে ডিজি কামরুল হাসান, কর্নেল মো: ফারুক হোসেন প্রমুখ।