সারাদেশ

তফসিল ঘোষণায় চিলমারীতে ইউনিয়ন আ. লীগের আনন্দ মিছিল

  এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) ১৫ নভেম্বর ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকার এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগার আলী সরকার, সাধারণ সম্পাদক লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, রমনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল মিয়াসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।