বিবিধ

তিসতা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান

  এস এম রাফি ২০ মার্চ ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিসতা ডিগ্রী কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ গত সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা কলেজর অধ্যক্ষ আলহাজ¦ আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক গোকুন্ডা উইপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, জাহারা বেগম, মোফাজ্জাল হোসেন, শাহ মোবাশে^রুল ইসলাম, সারওয়ার আলম, বিজয় চন্দ্র, আব্দুস ছালাম, শাহারিয়ার মোস্তাফিজ, প্রভাষক আরিফুর রহমান, জাহাঙ্গির আলম সুমন, মাহাফুজা আক্তার মিল্কি,সাজু প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।