বিবিধ

তিস্তা রে তুই

  এস এম রাফি ১৪ জুলাই ২০২৩ , ১০:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

তিস্তা রে তুই

আর কতো কাল,
তিস্তা রে তুই।
ভাঙবি মোদের ঘর,
আমরা কি তোর,
আপন নই?
সবাই কি তোর পর?
আমরা করি আহাজারি
হাসিস শুধু তুই।
প্রবল স্রোতে ভাসিয়ে
নিয়ে কোন বা দেশে যাস।
গরু ছাগল মহিষ ভেড়া,
মুরগী আর হাঁস।
ক্ষেত খামারের ফসল,
সব ভাসিয়ে করিস সাবাড়।
তোর স্রোতে তাড়িয়ে,
চলিস কোন সুদুর পাহাড়।
হামরা তো আর দেই নাই,
তিস্তা মা তোকে।
যতই রাগিস হামার উপর,
হামরা তো রাগি না।
সত্যি এবার বা্ঁধবো তোকে,
তুই তো মানিস না।
ডান বাম বাঁধবো তোর,
নড়িস চরিশ না।
তিস্তা রে তুই ভাবিস না কভু,
অনেক আছে জোর।
আমরা সবাই এক হয়ে
বাঁধবো দুই কাঁধ তোর।

 

লেখক: মো. জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ,বড়খাতা,হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।