শিক্ষা

দায়িত্বের পালাবদলে পরিবর্তন হচ্ছে রৌমারী কলেজ, প্রসংশায় অধ্যক্ষ

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৪ , ৮:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নানা সমস্যা নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলা কলেজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দক্ষ তেতৃত্বে বদলে যাচ্ছে রৌমারী সরকারি ডিগ্রী কলেজের দৃশ্য পট। সেই সমস্যার অবসান ঘটিয়ে দিন বদলের পালায় নতুন উদ্যমে ও দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে কলেজের দৃশ্য। কলেজের সর্বত্র পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। এক সময় নানা সংকটে হাবুডুবু খেতো প্রতিষ্ঠানটি। দাত্বিশীল অধ্যক্ষের অভাবে সংকট দূরূভূত করার বদলে নতুন করে সংকট সৃষ্টি হতো এক সময়। আর দুর্নীতিতো ছিলই আষ্টেপৃষ্টে জড়ানো। সেই চেহারা আর বর্তমান নেই। চলছে পরিবর্তন আর উন্নয়নের কাজ।

এই কলেজের প্রাক্তন শিক্ষক নীলিমা এম এ আব্দুল কাইয়ুম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবার পরই পাল্টে যাচ্ছে প্রতিষ্টানটি। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় নানা দুনীতি বন্ধ করেছেন। যেসব খাতে দুর্নীতি হতো সেগুলো চিহ্নিত করে সংশিষ্টদের কড়াভাবে সততার সাথে কাজ করার নির্দেশ দেন। তাছাড়া আদর্শ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলতে সংশিষ্টদের ডেকে নিয়ে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

কলেজ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কলেজের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে নেয়া হয়েছে বহুমূখী উদ্যোগ। ইতোমধ্যে তার পরিকল্পনায় বাস্তবায়িত হয়েছে বেশকিছু উন্নয়ন কাজে। সমগ্র কলেজ এর ক্লাস রুম ও বাহিরে বৈদ্যুতিক ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যালোজেন বাল্ব সংযোজন, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে কমন রুমের ব্যবস্থা করা, মাঠে খেলাধুলার ব্যবস্থা করা, শ্রেণি কক্ষ পরিস্কার পরিছন্ন রাখা, সৌন্দর্য্য বৃদ্ধির উন্নত জাতের নারকেল চারা রোপন, সর্বোপরি ছাত্র ছাত্রীদের ক্লাস মুখী করতে সক্ষম। এছাড়াও আধুনিক বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যাবার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত ল্যাব ক্লাসে হাতে কলমে কম্পিউটার শেখার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমন নানা রকম উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছেন বর্তমান অধ্যক্ষসহ প্রতিষ্ঠানটির সকলে।