সারাদেশ

দুর্গম চরের শতাধিক পরিবার পেল শীতবস্ত্র বিতরণ

  কুড়িগ্রাম প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজিবপুরে দুর্গম চরের শতাধিক পরিবারের মাঝে মিতসুবিশি পাওয়ার অর্থায়নে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার মোহনগঞ্জের সিকারপুর এলাকার ধলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মাহমুদুল, মুকিদ, মাসুদ, আল আমিন ও লিটন।

উল্লেখ, ইউনিভার্সাল এমিটি এবছর কুড়িগ্রাম জেলায় উন্টার কেয়ার প্রজেক্ট এর আওতায় উলিপুর, চিলমারী, রৌমারীর একাধিক ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করেছেন।