বিবিধ

দেবীগঞ্জে শীতার্তদের মাঝে ‘সোয়াব’ এর কম্বল বিতরণ

  এস এম রাফি ৩ জানুয়ারি ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দেবীগঞ্জঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় “সোয়াব” নামক বেসরকারি সংস্থার পক্ষ থেকে বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরণ হয়।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোয়াব বেসরকারি সংস্থার উদ্যোগে বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ গোলাম ফেরদৌস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক আবু,দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা- নাঈম বাশার, দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আশরাফুল আলম এমু, উপজেলা কৃষক লীগের সভাপতি- নির্মল কুমার শর্মা প্রমুখ ।