Editor ২৫ ডিসেম্বর ২০২২ , ৬:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরের ১৯জন মুসলিম ব্যক্তি খ্রিষ্টান ধর্ম গ্রহন করেছেন কথিত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। তবে এটিকে মিথ্যা অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রৌমারী ও রাজীবপুর উপজেলার ভুক্তভোগি ১৯জন মুসলিম নারী-পুরুষ। রোববার বেলা ৩টার দিকে রৌমারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগিদের পক্ষে জোসনা খাতুন নামের এক নারী। বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ফেসবুক পেজ থেকে ছবিসহ ২৫জনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রৌমারী ও রাজীবপুর উপজেলার ১৯জনের নাম রয়েছে। এরা সবাই মুসলিম। ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে বলা হয়, ভুক্তভোগিরা সবাই মুসলিম থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহন করেছেন। এতে তিনিসহ ১৯জনের জীবন হুমকির মুখে রয়েছে বলে দাবি করা হয়। ধর্মীয়, সামাজিক ও পারিবারিকভাবে চাপের মুখে পড়েছে ১৯জনের পরিবার। তিনি দাবি করে বলেন, ধর্মান্তরিত হওয়ার এমন কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভুক্তভোগিরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জোসনা খাতুন বলেন, এনজিওতে চাকরি দেওয়ার কথা বলে একটি চক্র আমাদেরকে ট্রেনিংয়ে নিয়ে যায়। ট্রেনিং শেষে আমাদের গ্রæপ ছবিও তোলা হয়। সেখানে ধর্মান্তরিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।