বিবিধ

নওগাঁয় কলেজ ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

  ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

নওগাঁয় মেসকাতুন জান্নাত (১৭) নামে এক কলেজ ছাত্রীর রহস্যময় মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ তুলেন পরিবারের সদস্যরা। সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসী মতে, প্রেম ঘটিত কারণে ব্যর্থ বা জেরে এমন ঘটনাটি ঘটেছে বলেও অনেকেরই ধারণা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে জেলার সাপাহার উপজেলার মুরগীহাটি এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী, থানা সূত্রে জানা যায়, উপজেলার তিলনা দামইল গ্রামের মো: আবুল হোসেন এর মেয়ে মেসকাতুন জান্নাত সাপাহারে তার ফুপিুর সাথে ফুপির ভাড়াস্থ বাসায় থেকে সাপাহার মহিলা ডিগ্রী কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে লেখাপড়া করত। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার ফুপি আকতার বানু ভাইয়ের মেয়ে মেসকাতুনকে রেখে জবই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে যায়। ঘটনাক্রমে মেসকাতুন কলেজে না গিয়ে বাসায় ঘরের দরজা লেগে দিয়ে সবার অজান্তে সিলিংফেনের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দুপুর ২টার দিকে তার ফুপি স্কুল হতে বাসায় ফিরে রুম বন্ধ দেখে ভাতিজিকে ডাকতে শুরু করে। কিছুতেই সাড়া না পেয়ে ফুপি আকতার বানু বাসার মালিককে বিষয়টি অবগত করেন। এরপর বাসার মালিক চেষ্টা করেও কোন ফল নাপাওয়ায় স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিংফেন হতে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগানো মৃত মেসকাতুনকে নামায়। পারিবারের তরফ হতে কোন প্রকার আপত্তি না থাকায় মেসকাতুনের লাশ পুলিশ তার বাবাকে বুঝিয়ে দেন তবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। প্রাথমিকভাবে এখনও কলেজ পড়ুয়া মেসকাতুনের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছেন।