এস এম রাফি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রতিভা বা আবিষ্কার করতে শুধু লেখাপড়া জানা কিংবা সার্টিফিকেট অর্জনেই সম্ভব না। তার প্রমাণ দিলেন নওগাঁর সাসসুদ্দিন। এলাকায় এখন বিশেষ তাক লাগিয়ে দেশের মধ্যে নাম কুড়াচ্ছেন সেই আবিষ্কারক সামসুদ্দিন। ব্যক্তি চিন্তাধারা ও ব্যক্তি উদ্যাগে এই গাড়ি তৈরি করে ‘টপ অব দ্যা বাংলাদেশ’ অর্জন করেছেন।
এতে দেশের বিভিন্ন জেলা হতে মিডিয়া ও ইউটিউব বা ফেসবুক ভিডিও ক্রিয়েটাররা পাড়ি জমাচ্ছে নওগাঁর মান্দার শামসুদ্দিন কাছে সাক্ষাতকার গ্রহণের জন্য।
জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি সরদার পাড়া এলাকার দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়া সামসদ্দিন মণ্ডল বানালেন ‘কাঠের মাইক্রো’! সেই মাইক্রো এখন রাস্তা চলে। তা দেখার জন্য ছুটে আসছেন প্রতিদিনই অনেকেই। প্রতিভা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত। নওগাঁর বরেন্দ্রভূমির ইতিহাসের পাতায় লিড নিউজ গড়লেন শামসুদ্দিন।
তিনি বলেন, ‘সরকারি সহযোগিতা পেলে পরিবেশ বান্ধব এই কাঠের বিভিন্ন গাড়ি আবিষ্কার করে দেশের অর্থনৈতিক অবদানের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।’