সারাদেশ

নওগাঁয় বাস উল্টে নারী নিহত,পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-২০

  নওগাঁ প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ১১:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

নওগাঁর পোরশা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ ডিসেম্বর সকালে নিতপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া নওগাঁ গামী একটি বাস শিশা বাজার সংলগ্ন বড় খাড়ি নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৮ জন আহত যাত্রীগণকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন।

নিহত নারী মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী (আমদা, পোরশা, নওগাঁ) পরিচয় নিশ্চিত করেন স্থানীয়রা।

অপরদিকে, একইদিন বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকার পুইয়া হাইস্কুল সংলগ্ন নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল ধাক্কায় এক ব্যক্তি (৫২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।