শিক্ষা

নতুন বছরে বেরোবি শিক্ষার্থীদের ভাবনা

  কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ১ জানুয়ারি ২০২৫ , ১২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নতুন বছর মানেই প্রতিজ্ঞা আর লক্ষ্য নির্ধারণে আরেকটা নতুন পরিকল্পনা। তেমনি শিক্ষার্থী মহলে অর্জনের তালিকা বাড়াতে লক্ষ্য নির্ধারণ করেন শিক্ষার্থীরা। আসছে ইংরেজি নতুন বছর অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দ সনে শিক্ষার্থীরা কি ভাবছেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বছরের ইচ্ছা আকাঙ্ক্ষা আর প্রত্যাশা গুলো তুলে ধরা হলো এই লেখায়।

Oplus_131072

(রাজিউল ইসলাম রাজ
রসায়ন বিভাগ
২০২১-২২ শিক্ষাবর্ষ).

নতুন বছর মানেই নতুন সূচনা, নতুন প্রেরণা ও নতুন সুযোগ। হতাশা আর অপ্রাপ্তিকে পিছনে ফেলে নতুন বছর নতুন সম্ভাবনাকে নিয়ে হাজির হয়।

নতুন বছরে নিজেকে নতুন ভাবে দেখতে চাই, সকল দুঃখ – কষ্ট – হতাশা কাটিয়ে উঠতে চাই, পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে চাই। পরিমিত ঘুম আর অনলাইন জগৎ এর ব্যাপারে সচেতন হবো। যেকোনো কাজে হাল না ছেড়ে দেওয়ার মানসিকতা বাড়াতে চাই, নেগেটিভ চিন্তাধারা থেকে বের হয়ে পজিটিভ চিন্তাভাবনার মানসিকতা গড়তে চাই এবং সুস্থ দেহ ও সুস্থ মন এর বিকাশ ঘটাতে চাই।

হারানো!
২০২৪ সাল টা অনেক কিছুর সাক্ষী করে গেলো। যে প্রিয়জন হারিয়েছে সেই বোঝে প্রিয়জন হারানোর বেদনা কত কষ্টের! ২০২৪ সেটা আমাদের বুঝিয়ে দিয়ে গেলো! আর একইসাথে এক ঐতিহাসিক বিপ্লব যেটাকে বলি আমরা দ্বিতীয় স্বাধীনতা সেটার ও সাক্ষী হলো পুরো দেশ, পুরো বিশ্ব!
আন্দোলনের এই চেতনা কে ধারণ করতে হবে এবং ভবিষ্যতেও সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অনুরোধ রইলো, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হবে, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয় এরিয়ায় কোনো অপ্রকাশিত ঘটনা না ঘটুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে নিজ বিশ্ববিদ্যালয়েই চুরি কিংবা অন্য যেকোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে এজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে। মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি করতে হবে।

পরিশেষে, নতুন বছর আমাদের নতুনভাবে বাঁচার প্রেরণা আনুক, সকল আশা আকাঙ্খা পূরণ হোক, সফলতা হাতের মুঠোয় ধরা দিক।

নিজে ভালো থাকি এবং অন্য কে ভালো রাখি – এটাই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার!

Oplus_131072

(সঙ্গীতা রায়
পদার্থ বিজ্ঞান বিভাগ
২০২১-২২ সেশন)

নতুন বছর তো চলেই এলো। এখন কি ফিরে দেখার সময় নাকি সামনে ঢাকানোর সময়? আপনি যদি একজন আশাবাদির মানুষ হন, তবে ফিরে দেখার পাশাপাশি সামনে তাকিয়েও দেখবেন। আগামী একটি বছর কিভাবে কাঁটালে তা সবচেয়ে ভালো হবে, সেদিকেও খেয়াল রাখা উচিত। এটি ঠিক যে, আমরা প্রতি বছরই অনেক কিছু পরিকল্পনা ও প্রতিজ্ঞা করি, কিন্তু তার সবগুলো পালন করা সম্ভব হয় না। তবে সব না হোক, অধিকাংশ মেনে চলার চেষ্টা করা যেতেই পারে।

নতুন বছরে নিজেকে যেভাবে তৈরি করকে চাইঃ
প্রথমত নিজের প্রতি যত্নশীল হতে চাই। নিজেকে দক্ষ করে তুলতে চাই। নতুন বছরে স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা সব ধরনের হতাশা, ভয়, উদ্বেগ ঝেড়ে ফেলে নিজের দিকে মনোযোগী হতে চাই।

সংস্করণ চাই যেমর বিষয়ে: বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব জরুরীভাবে অনুভব করছি। তাই, ২০২৫ সাল হোক অসম্প্রদাযয়িক সূচনাকাল। মানুষে মানুষে মেলবন্ধন থাকুক অটুট। মনুষ্যত্ববোধ বৃদ্ধির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতিকে জোরদার করতে হবে।

ভুল থেকে শিক্ষাগ্রহণ: গত ২০২৪ সালে ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে লক্ষ্য অর্জনই জ্ঞানীর কাজ। ২০২৫ এ নতুন করে অন্যদের সাথে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয় যেমন: কম্পিউটার, ইংরেজি, গবেষণা ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত করতে চাই যার মাধ্যমে নিজেকে বিশ্বমানের করে গড়ে তোলা যায়। পরিশেষে সবাইকে নতুন বছরের প্রভেচ্ছা জানাতে চাই পংক্তির মাধ্যমে।

সবার সুস্থতা কামনা করে এ লেখা সমাপ্ত করছি। আগের সব কষ্ট, করে ফেলো নষ্ট।

নতুন দিনে সবার আগে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ’ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন।

(সুমন হোসাইন
পদার্থ বিজ্ঞান বিভাগ
২০২১-২২ সেশন)

প্রথমেই বলতে চাই নতুন বছরে নিজেকে একজন প্রতিবাদী সাহসী মানুষ হিসেবে দেখতে চাই। এই দুই বছর প্রানের প্রিয় বিশ্ববিদ্যালয় আমাকে যেমন অনেক কিছু দিয়েছে, তেমনি অনেক কিছু শিখিয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ ভাইয়ের মত একজন সাহসী ভাই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজের মধ্যে গর্ববোধ পোষণ করি। একটি বিশ্ববিদ্যালয় একজন ব্যক্তির পরবর্তী জীবনযাত্রার মান কেমন হবে তা অধিকাংশই নির্ধারণ করতে পারে। আমি আজ যতটুকু রয়েছি পরবর্তী বছরে নিজেকে আরো গুছিয়ে আরো পরিপাটি হিসেবে প্রস্তুত করতে চাই। “Be financially independent”, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নিজের খরচ নিজে বহন করার যথেষ্ট সুযোগ রয়েছে। ২০২৫ সালে আমি এই সুযোগটি কাজে লাগাতে চাই। সামনের দিনগুলোতে দেশের আদর্শ, প্রতিবাদী ও সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। দেশের যেকোনো পরিস্থিতিতে নিজের জীবন উৎসর্গ করার মন মানসিকতা পোষণ করি।
আর যদি আমার বিশ্ববিদ্যালয়ের সংস্করণের কথা বলি প্রথমে বলতে চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীর নাম পুনর্বল রাখার দাবি জানাই। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে বাজেট কম আসে, আমাদের বিশ্ববিদ্যালয়কে পরিত্যক্ত বিশ্ববিদ্যালয় মনে করা হয়, যেখানে সেশনজট লেগেই থাকে। আমি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের তথা দেশের রোল মডেল হিসেবে দেখতে চাই। পরিশেষে, ২০২৪ সালে যে ভুলগুলো করেছি, এগুলো সংশোধন করে নতুন বছরকে বরণ করতে চাই এবং পরবর্তীতে নিজেকে শিক্ষিত দক্ষ ও পরিমার্জিত নাগরিক হিসেবে দেখতে চাই।

(কাওসার আলী
পরিসংখ্যান বিভাগ
২০২১-২২ সেশন)

নতুন বছর প্রতিজ্ঞার, নতুন স্বপ্ন দেখার, সেই জায়গাটা থেকে আমিও বেশ পরিকল্পিত ভাবে নতুন বছর বরণ করে নিচ্ছি।নিজেকে যথাসম্ভব গুছিয়ে রাখার চেষ্টায় থাকব ও নতুন কিছু অর্জনে আগ্রহী থাকবো।
বিশ্ববিদ্যালয় নিয়ে বললে,নতুন বছরে আবাসন সংকট, রিসার্চ বরাদ্দ কিংবা সরকারি বাজেট সহ যেসব সীমাবদ্ধতা আছে সব কিছু দূর করে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় অগ্রগামী হোক এটাই চাওয়ার থাকবে।