সারাদেশ

নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে।

এতে নির্বাচিত হয়েছেন সভাপতি মুশফিকুর রহমান ও সেক্রেটারী মাসুদ রানা। এ ছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মশফিকুর রহমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সেক্রেটারীয এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।