uadmin ৪ নভেম্বর ২০২৩ , ৬:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মো. ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৩৯৪৫ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মুগ, মসুর, খেসারী বীজ প্রদানসহ প্রত্যেককেই পরিমাণ মতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়েছে।