অপরাধ

নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

  ডেস্ক নিউজ ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল ২৫ ডিসেম্বর ২০২৪ বিকাল আনুমানিক ০৩.১০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আস্কর নগর এলকা থেকে কুড়িগ্রাম পৌরসভাধীন টেনারীপাড়া এলাকার মাদক কারবারি মোঃ এনামুল হক (৩৬) ও মোঃ আব্দুস সালাম (৩৫) দ্বয়কে ১৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।