সারাদেশ

নাগেশ্বরীতে ৭ বোতল ফেন্সিডিল সহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

  পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম ২ জানুয়ারি ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ০১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা এলাকা থেকে মাদক কারবারি মোছাঃ রাশেদা বেগম (৩৬) কে ০৭ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।