এস এম রাফি ৯ এপ্রিল ২০২৩ , ৮:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চাটখিল,৯ এপ্রিল,২০২৩: নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখা। ৯ এপ্রিল (রবিবার) চাটখিল পৌর শহরে মোহাম্মদীয়া মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার সভাপত মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু,চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, সিনিয়র সাংবাদিক দিদার উল আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া।