রাজনীতি

পত্নীতলায় ঘোষনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  uadmin ৫ নভেম্বর ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

oplus_0

নওগাঁর পত্নীতলায় ৯ নং ঘোষনগর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় গগনপুর ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নব গঠিত কমিটিতে ইমামুল মুত্তাকীনকে সভাপতি ও ইঞ্জিনিয়ার হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)।

ঘোষনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মতিয়ার রহমান মতির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র জন্য আহবায়ক বায়োজিদ রায়হান শাহীন, যুবদলের নেতা আব্দুল কাদের, যুবদলের নেতা শাহির হোসেন শিপু, নজিপুর পৌর বিএনপির অন্যতম নেতা এ.জেড মিজান, পৌর বিএনপির নেতা আবু সুফিয়ান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা এবং ঘোষনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।