uadmin ১৪ এপ্রিল ২০২৪ , ১:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলা(নওগাঁ): নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে ।
রোববার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
এ মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফফার, পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ও তদন্ত ওসি সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমুখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংগীত ব্যক্তিত্ব ও শিল্পী এবং সকল শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।