বিবিধ

পত্নীতলায় পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু

  ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলা(নওগাঁ): ১৯ জুন ২০২৪ , ৭:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নওগাঁর পত্নীতলায় ইদের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গিয়ে জেবা আতকিয়া (২১) নামে এক কলেজ ছাত্রী বিলের পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

১৮ জুন মঙ্গলবার দুপুরে দিকে আমাইড় ইউনিয়নের নান্দাশ এলাকায় অবস্থিত ঘুকশির বিলে এ ঘটনা ঘটেছে। কিশোরীর মামা আমাইড় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আরমান হোসেন ঘটনার সত্যতা শিকার করেন। জেবা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর কবরস্থান নিবাসী আতাবুল ইসলামের কন্যা। তার বাবা জেলার ধামইরহাটের লক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, ইদের ছুটিতে সখের বসে ৩/৪ জন কিশোরীর সাথে বিলের পানিতে নামে। পরে পানিতে সাঁতার না জানায় মারা যায়। সে ২০১৯ সালে এসএসসি পাস করে।

অপরদিকে, একইদিন সার্থক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত সার্থক নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে পানিতে খেলতে গিয়ে মৃত্যুবরণ করে।
পত্নীতলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আকিবুল ইসলাম জানান, নিহত শিশুটি (সার্থক) মতিনের পুত্র। জানা যায়, খেলতে গিয়ে নদীর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।