অপরাধ

পাঁচ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  এস এম রাফি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

পাঁচটি মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুদ রানা প্রায় ৭ থেকে ৮ বছর পলাতক থাকার পর গতকাল কুড়িগ্রাম পৌর এলাকার তালতলা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম।
আসামী মাসুদ রানা চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নতুন গ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে।
থানা পুলিশ জানান, মাসুদ রানার নামে জেলা ম্যাজিট্রেট কোর্টে তিনটি ও দায়রা জজকোর্টে দুই মামলায় তার সাজা দেয়া হয়। কিন্তু মাসুদ দীর্ঘদিন থেকে পলাতক থাকার পর গতকাল চিলমারী থানার ওসি সহ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে কুড়িগ্রাম পৌর এলাকার তালতলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ওসি হারেসুল ইসলাম বলেন, আসামী প্রায় ৭-৮ বছর থেকে পলাতক ছিলো। এরপর আমার গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকা থেকে ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করেছি। আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।