বিবিধ

পুরো রমজান মাস ইফতার করাবে রাবি প্রশাসন

  রাবি প্রতিনিধি: ১ মার্চ ২০২৫ , ১০:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় জামে মসজিদে সকল মুসল্লীদের জন্য ইফতার এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

তিনি ফেইসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় জামে মসজিদে সকল মুসল্লীদের জন্য ইফতার এর আয়োজন করা হয়েছে।’

এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত পোস্টের মন্তব্যের ঘরে মেহেদী সজীব নামের এক শিক্ষার্থী লিখেন, ‘অসাধারণ উদ্যোগ।
রাবি প্রশাসনকে ধন্যবাদ।’ মিলন আহমেদ নামের একজন লিখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা উদ্যোগটাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে।আমরাও চাই শিক্ষকদের এমন সব উদ্যোগ ও শিক্ষার্থীদের সহায়তায় রাবি দৃষ্টান্ত স্থাপন করুক।’ সানোয়ার হোসাইন নামের এক শিক্ষার্থী লিখেন ‘ধন্যবাদ রাবি প্রশাসনকে। অসাধারণ উদ্যোগ।’ এছাড়াও অধিকাংশ শিক্ষার্থীই এমন উদ্যোগের জন্য ‘আলহামদুলিল্লাহ’ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করেন।